Header Ads

Malware কি জিনিস ???

Malware কি তা শুরু করার আগে একটা রিকুয়েস্ট করবো, ম্যালওয়ার, ট্রোজান, ভাইরাস, ওয়ার্মস এর বিষয়ে আপনারা যা কিছু জানেন তা সাইড করে রেখে নতুন করে শুরু করি।

malware
malware

Malware এর পুরো নাম Malicious Software. অর্থাৎ এমন এক ধরনের সফটওয়্যার যা ঠিক নেই। আর যদি আপনার সিস্টেমে চলে আসে তাহলে আপনার সিস্টেম খারাপ করতে পারে। আপনার কম্পিউটারকে স্লো বানাতে পারে, হার্ডডিস্ককে নষ্ট করে দিতে পারে, ব্রাউজার ওপেন করলেই এড শো করতে করতে কম্পিউটার গরম করে দিতে পারে এমনকি আপনার পাসওয়ার্ড পর্যন্ত পৌছে দিতে পারে কোনো হ্যাকারের কাছে। আজকে আমি আপনাদের সাথে ৫টি মালওয়্যারের বিষয়ে কথা বলবো।


virus

Virus:

আমরা সবাই কম বেশি এই Malware এর বিষয়ে শুনেছি। Virus হলো এক ধরনের প্রোগ্রাম যা অন্য কোনো সফটওয়্যারের সাথে করে আপনার কম্পিউটারে আসে। এবং সেটি কাজ করে যখন আপনি এই প্রোগ্রামটি রান করেন। মনে করুন আপনার কম্পিউটারের একটি ওয়ার্ড ফাইলে ভাইরাস এটাক করে থাকে তাহলে আপনার ফাইলটি করাপ্ট হয়ে যেতে পারে। আপনি সেই ফাইল থেকে কোনো ডাটা সংগ্রহ করতে পারবেন না। এমনকি আপনার ওয়ার্ড সফটওয়্যারটিও নষ্ট হয়ে যেতে পারে। 

Worms

Worms:

ওয়ার্মস আমার কাছে লাগে ছোটবেলায় জীব-বিজ্ঞান বইএ পড়া T2 ভাইরাসের মতো। যখনই এটি ব্যাকটেরিয়ার ভিতর প্রবেশ করতো তখনই একটি থেকে দুইটি, দুইটি থেকে তিনটি এভাবে বাড়তে থাকতো। ওয়য়ার্মসও অনেকটা সেই রকম। যখনই কোনো কম্পিউটার ওয়ার্মস দ্বারা আক্রান্ত হয়, তখনই ওয়ার্মস দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে থাকে। যা আপনার কম্পিউটারকে অতিরিক্ত স্লো করে দেয়, এমনকি আপনার হার্ডডিস্ক পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আপনার র‍্যাম পুরোপুরি ভাবে ফিলাপ হয়ে আপনার সিপিউ এর অধিকাংশই নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।





trojan

Trojan:

ট্রোজান একটি বিশেষ ধাচের প্রোগ্রাম যা দেখতে জেনুইন সফটওয়্যারের মতই । কিন্ত এটি আপনার কম্পিউটারে ঢুকে কম্পিউটারের ব্যাকডোর খুলে দেয়। যাতে করে আপনার সিস্টেমে ওয়ার্মস, ভাইরাস সহ বিভিন্ন ধরনের মালওয়্যার প্রবেশ করতে পারে। ট্রোজান আপনার কম্পিউটারের সিকিউরিটি পর্যন্ত দেখে নিতে পারে।



adware

Adware:

এটা আপনার কম্পিউটারে তেমন কোনো ক্ষতি করে না। শুধু আপনার নিত্য দিনের ইন্টারনেট যাতায়াত বন্ধ করে দিতে পারে। এটি দ্বারা আক্রান্ত হলে কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজার বিভিন্ন চাইনিজ, রাশিয়ান এড দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আপনার কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের অযোগ্য তো হয়ই, সাথে সাথে খুব বেশি স্লো হয়ে পড়ে।

spyware
dangerous

Spyware:

এইটা একটু বিশেষ। কারণ অন্য সকল ম্যালওয়ার শুধু আপনার ডিভাইস বা ফাইলের ক্ষতি করে, কিন্তু স্পাইওয়্যার আপনার প্রাইভেসি তুলে দেয় কোনো হ্যাকারের কাছে। স্পাইওয়্যার আপনার ডিভাইসে প্রবেশ করলে আপনার ডিভাইসটিতে আপনি যা যা করবেন তা সেটি নোটিশ করবে। ধরুন আপনি ফেইসবুকে প্রবেশ করলেন, সেখানে আপনি আপনার ইমেইল আর পাসওয়ার্ড দেবেন। স্পাইওয়্যার তখন আপনার আইডি ও পাসওয়ার্ড চুরি করে তুলে দেয় হ্যাকারের কাছে।


কিভাবে আসে ???

আপনি যদি কোনো ক্রেক ফাইল ডাউনলোড করেন, যদি কোনো ম্যালিশিয়াস ওয়েব সাইটে যান, যদি সেখান থেকে কোনো কিছু ডাউনলোড করেন। যদি কোনো হ্যাকারের মেইলএ ক্লিক করেন। যদি কোনো নন পাবলিসার সফটওয়ার ডাউনলোড করেন। তাহলে আপনার কম্পিউটারে অনলাইনের মাধ্যমে ম্যালওয়ার আসতে পারে। 

আর যদি আপনি কোনো পেনড্রাইভ বা মেমরি কার্ড আপনার কম্পিউটারে প্রবেশ করান, এমনকি মোবাইল কানেক্টের মাধ্যমে অফলাইনের মধ্য দিয়ে ম্যালওয়ার প্রবেশ করতে পারে আপনার কম্পিউটারে। 

এছাড়াও আরো অনেকভাবে ম্যালওয়ার আসতে পারে আপনার ডিভাইসে। এমন দেখা গেছে যে, হ্যাকাররা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে আপনাকে এমন একটা PDF ফাইল পাঠাবে যেটিতে ক্লিক করলেই আপনার কম্পিউটার পুরোপুরি ম্যালওয়ার দ্বারা আক্রান্ত হয়ে যাবে।

তাই কম্পিউটারে একটি ভালোমানের anti-malware ব্যবহার করবেন। আর অবশ্যই ফ্রি যেটি পাওয়া যায় সেটি ব্যবহার করবেন না। কারণ ফ্রি ভার্সনটা কোনো কাজেরই না। শুধু শো অফ। 

যাইহোক আশা করি এই পোস্টটি পরার পর আপনার কম্পিউটারকে নিরাপদ রাখতে পারবেন। প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালোলাগলে শেয়ার করুন, বেশি ভালোলাগলে G+ এ ফলো করুন।


Tags :
adware
anti adware
anti malware
antivirus
malware
malware definition
malwarebytes
spyware
trojan
virus

6 comments:

  1. very nice and knowledgeable article. Read my article too - All about Multani Mitti

    ReplyDelete
  2. রবি-নতুন-সিমের-অফার! : রবি আজিয়াটা লিমিটেড বাংলাদেশের শীর্ষ স্থানীয় এক মোবাইল নেটওয়ার্ক অপারেটর। যারা দিনের দিনের পর দিন গ্রাহকের সংখ্যা বিশাল করে তুলছে। তার কারন হল তাদের নিত্য নতুন আকর্ষণীয় অফার যার বেশিরভাগ পেয়ে থাকে রবির নতুন সিমের ক্রয় করার মাধ্যমে। আজকে আমরা রবি নতুন সিমের অফার সমুহে বিস্তারিত আলোচনা করবো।

    ReplyDelete
  3. Nice Post Thanks for sharing.
    Bangla blog , bangladeshi blog list, bangladeshi tech blog
    Please VIsit

    ReplyDelete
  4. Poker Room Review 2021 | $300 Welcome Bonus | Oklahomacasinoguru
    Poker Room Review 2021 - Poker Room 벳인포해외배당흐름 in 젖탱 Oklahoma offers some of the best odds on all 샤오 미 먹튀 major sports. Learn about the best tournaments, promotions, and 파라오 사이트 current 바카라 사이트 추천

    ReplyDelete
  5. Borgata Hotel Casino & Spa to Host a Comedy Party on July 29
    Tickets will 경주 출장마사지 be available to the general public 제주도 출장마사지 at the Borgata Hotel Casino 구리 출장마사지 & Spa, Atlantic City. The event will take place 의정부 출장안마 July 29, 화성 출장안마 at 10:00 a.m. PT.

    ReplyDelete

Powered by Blogger.