Header Ads

ডার্ক ওয়েব সম্পর্কে কিছু অজানা তথ্য

ওয়েব

World Wide Web
World Wide Web

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ( WWW ) ওয়েব নামে পরিচিত যার মাধ্যমে আমরা বিশ্বের যে কোন যায়গায় তথ্য আদান প্রদান করতে পারি। ইন্টারনেট এ সংযুক্ত কম্পিউটারগুলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব সারভারে সংরক্ষিত তথ্যগুলো ব্রাউজ করা (পড়া, দেখা ও শোনা) যায়।  


ওয়েব কত প্রকার???

ওয়েব মূলত তিন প্রকার।
  1. সারফেস ওয়েব
  2. ডিপ ওয়েব
  3. ডার্ক ওয়েব
সারফেস ওয়েব হল ওই সব ওয়েব সাইটের সংগ্রহ যা আমরা সর্বদা ব্যবহার করে থাকি। যেমন ফেইসবুক, টুইটার, ইউটুব ইত্যাদি । এইসব ওয়েবসাইট আমরা গুগলে সার্চ করে পেয়ে থাকি এবং নিত্যদিন ব্যবহার করি । সমস্থ ইন্টারনেট এর মাত্র ৪% হল সারফেস ওয়েব ।

ডিপ ওয়েব হল সেই সব ওয়েবসাইট যাতে থাকে সরকারি বা বিভিন্ন দরকারি ডকুমেন্ট । যা সবার জন্য নয় । আমরা যারা সাধারনভাবে ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের এইসব ওয়েব সাইটে ঢুকার তেমন প্রয়োজন হয় না । তাই এইসব ওয়েবসাইট গুগলেও দেখা যায় না এবং এইসব ওয়েবসাইটের এসইও করা হয় না । এসইও কি সে সম্পর্কে অন্য একদিন বলবো । 


DARK WEB
DARK WEB


ডার্ক ওয়েব হল এমন একধরনের ওয়েবসাইটের সমাহার যাতে শুধু বেআইনি কাজ করা হয়ে থাকে । ডার্ক ওয়েবে এমন সব তথ্য থাকে যা সাধারন মানুষ পর্যন্ত পৌঁছয় না । ডার্ক ওয়েবে ড্রাগ প্রাচার, কিডনাপিং এর অর্ডার নেওয়া হয়, বিভিন্ন জায়গায় মানুষ মারার জন্য হিটম্যান ভাড়া করা হয় ।  ৩৬০ ডিগ্রি টিভি অনুষ্ঠানের তথ্যমতে হিটম্যানের ভাড়া আমেরিকায় ১০০০০$ এবং ইউরুপে ১৫০০০$ এর মত । এছাড়াও হাসপাতালে যেসব বাচ্চা মারা যায় তাদের আত্নাও ওই জায়গায় বিক্রি করা হয় চড়া দামে(ঘটনাটি সত্য, আমার জানা মতে বিক্রয়কারী আত্না বিক্রি করে কিন্তু ক্রয়কারী কিচ্ছু পায় কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে ) । এছাড়াও ওইখানে এমন সব আজগুবি ঘটনা দেখতে পাওয়া যায় যা আমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হয় । এছাড়াও অনেকের মতে ডার্কওয়েবে নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করা হয় ধন ও ঐশর্য্য পাওয়ার জন্য । এমনি একটি ইউটুব চ্যানেল পপি । অনেকের মতে এই চ্যানেলের যে মেয়েটি সে নাকি তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে । তার ইউটুব চ্যানেল Poppy । আবার অনেকে বলে যে তার নাম পপি না । পপি একটি প্রজেক্টের নাম । যাই হোক আশা করবো আপনারা সবাই এই সব জিনিস থেকে দূর থাকবেন । 

এই ডার্কওয়েবের আরো কিছু অপরাধ মূলক কাজের মধ্যে রয়েছে রেড রুম । সেখানে বাচ্চা মেয়েদের নির্জাতন করে মারা হয় । এই সব অপরাধ মূলক কাজ যারা করে থাকে তারা মানসিক রোগি ছাড়া আর কিছুই নয় । 

যদি পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে শেয়ার করবেন । 






source : https://www.youtube.com/watch?v=aSjlFsEfxu8&t=1036s

1 comment:

  1. The post is really helpful. It's really greatfull. This web site is really great. Thanks for this share the post.

    I know a car. It's really great car. It's new design car. This car is the best in 2020. visit the link https://www.ackermantoyota.com/vehicle-details/new-2020-toyota-86-natl-st-louis-mo-id-33835218

    ReplyDelete

Powered by Blogger.