ক্ল্যাশ অফ ক্ল্যান হ্যাক করা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে সার্ভার সাইট স্ক্রিপ্টিং ও ক্লাইন্ট সাইট স্ক্রিপ্টিং সম্পর্কে। স্ক্রিপ্টিং হল এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
|
CLASH OF CLANS |
সার্ভার হচ্ছে একটি কেন্দ্রীয় তথ্য ভান্ডার যেখানে ওয়েবসাইটগুলোর সমস্ত তথ্য যেমন টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষিত থাকে। এবং প্রত্যেক ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট ঠিকানা সংবলিত সার্ভারে একটি নির্দিষ্ট পরিমান জায়গা থাকে। আমরা যখন কোন নির্দিষ্ট তথ্য খুঁজতে ওয়েবসাইটকে অনুরোধ করি তখন সার্ভার নির্দিষ্ট তথ্যটি ব্যবহারকারীকে পাঠিয়ে দেয়।
কোনো তথ্য যদি সার্ভারে থাকে তাহলে আমরা সেটা পরিবর্তন করতে পারি না। শুধু সেটা দেখতে পারি। যদি সেই তথ্য পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সম্পূর্ণ সার্ভার হ্যাক করা লাগবে। আর সার্ভার যদি হ্যাক করা লাগে তাহলে আমাদের অনেক ধরনের কাজ করা লাগবে।
|
Really |
আর ক্লাইন্ট হলেন আপনি। আপনার কম্পিউটারে আপনি কাজ করে আপনি সহজেই তা পরিবর্তন করতে পারবেন। ক্লাইন্ট সাইট স্ক্রিপ্টিংও তেমনি । যেমন ধরুন html coding । যদি আপনি facebook এর html code টা কপি করে index.html নামক ফাইলে রাখেন, তাহলে index.html ফাইলটি ব্রাউজারে ওপেন করলে তা facebook এর মতই শো করবে, যা আপনি পরবর্তিতে যেভাবে ইচ্ছা পরিবর্তন করতে পারেন। কিন্তু তাই বলে আপনি facebook.com এর কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না। শুধু পারবেন index.html ফাইলটি পরিবর্তন করতে। তাই index.html ফাইলটি হল আপনার ক্লাইন্ট সাইট এবং এর কোডিং হল ক্লাইন্ট সাইট স্ক্রিপ্টিং । আর ফেইসবুক ডট কম হল সার্ভার সাইট স্ক্রিপ্টিং।
ক্ল্যাশ অফ ক্ল্যান হল সার্ভার সাইট স্ক্রিপ্টিং যা পরিবর্তন করার জন্য সার্ভার হ্যাক করার প্রয়োজন হবে । সার্ভারও হ্যাক করা যায়। কিন্তু আপনি যদি সার্ভার হ্যাক করতে যান আর ডেভলাপাররা যদি কোনো সিগনাল পায় তাহলে সাথে সাথে আপনার আইপি, ডিভাইসের মডেল সব তাদের কাছে চলে যাবে ।
Tags:
apps download |
boom beach |
cash of clans |
clach of clans |
clan of clan |
clans of clans |
clash of |
clash of clans |
clash of clans 2 |
clash of clans apk |
clash of clans cheats |
clash of clans download |
clash of clans game |
clash of clans hack |
clash of clash |
clash of kings |
clash of the titans |
coc |
coc games |
crash of clan |
No comments