What is PPI? What does it mean? | Pixels per inch | PPI in Smartphone!!!
বন্ধুরা আমরা অনেকেই শুনে থাকি যে আমাদের মোবাইলে ৩২০, ৪০১ ইত্যাদি পি পি আই থাকে । কিন্তু আমরা আসলে জানি না যে এই জিনিসটি কি ? এবং কিভাবে কাজ করে। এই ভিডিওতে আমি এটিই বলতে চেয়েছি এবং কিভাবে পি পি আই মাপা হয় তাও দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর যদি কোনো প্রশ্ন বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করুন। আর অবশ্যই আমাদের চেনেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারন এটা শুধু আমার চেনেল না, আপনারও চেনেল। আপনার মতামতের সম্পূর্ণ অগ্রাধিকার থাকবে ।
No comments